হাটহাজারীর ধলইতে চিকিৎসা ক্যাম্প
হাটহাজারীর ধলইতে ফেদাই চৌধুরী মাদ্রাসা ময়দানে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। লায়ন্স ক্লাব কসমো ভ্যালি ও ডা. সেকান্দর শাহ ফাউন্ডেশন যৌথভাবে এ চিকিৎসা ক্যাম্প আয়োজন করেছে।
শনিবার (৭ অক্টোবর) সকালে চিকিৎসা ক্যাম্প উদ্বোধন এবং অসহায় ও দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব অব ইন্টারন্যাশনালের ফাস্ট গভর্নর কোহিনুর কামাল।
এ সময় কোহিনুর কামাল দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায়, দুস্থদের সেবা ও আগামী প্রজন্মের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লায়ন মো. ইমতিয়াজ ইসলাম। প্রধান বক্তা ছিলেন মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মোরশেদ হোসেন।
চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠানে বক্তব্য দেন ফেলোশিপ হটিহাজারীর সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম, লায়ন্স ক্লাব কসমো ভ্যালির প্রেসিডেন্ট লায়ন টিপু সুলতান চৌধুরী, আর্মি মেডিকেল কলেজের পরিচালক ডা. এস এম কামাল উদ্দীন, ফেদাই চৌধুরী ওয়াকফ এস্টেটের মোতোয়াল্লি মাহাবুল আলম চৌধুরী, সমাজ সেবক শফিউল আলম তালুকদার, খোরশেদ আলম বুলু, মাহাবুবুল আলম, ডা. সেকান্দর শাহ ফাউন্ডেশনের পরিচালক কামরুল হাসান, এনটিভির সিনিয়র রিপোর্টার আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সাধারণ সম্পাদক হামিদ হাসান নোমানী প্রমুখ।
চিকিৎসা ক্যাম্পে মেডিসিন, চক্ষু পরীক্ষা, চর্মরোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হয়।
চিকিৎসা ক্যাম্পে বাছাই করা রোগীকে উন্নত চিকিৎসা সহায়তা দেবে লায়ন্স ক্লাব ও মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ। পরে স্থানীয় ফেদাই চৌধুরী নুরানী মাদ্রাসা ও মসজিদ সড়কে ফলদ ও বনজ গাছের চারা রোপণ করে করেন লায়ন্স ক্লাব অব ইন্টারন্যাশনালের ফাস্ট গভর্নর কোহিনুর কামাল।