‘সরকারের প্রতিহিংসার শিকার খালেদা জিয়া’

Looks like you've blocked notifications!
ঝালকাঠি জেলা বিএনপির সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন। ছবি : এনটিভি

‘বর্তমান সরকারের সবচেয়ে বড় প্রতিহিংসার শিকার হচ্ছেন খালেদা জিয়া’ বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন। আজ রোববার (৮ অক্টোবর) বিকেলে ঝালকাঠি জেলা বিএনপি আয়োজিত আন্দোলনের পূর্ব প্রস্তুতি ও জেলা বিএনপির সম্মেলনকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেন, ‘খালেদা জিয়াকে সুচিকিৎসার কোনো সুযোগ এই সরকার দিচ্ছে না। তাঁর লিবারে সমস্যা, এটার চিকিৎসা বাংলাদেশে নেই। এ কথা জানার পরও এই সরকার খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করছে না।’

সাবেক এ সংসদ সদস্য বলেন, ‘শেখ হাসিনা সবসময় খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলেন। এটা কোনো সভ্য মানুষের আচরণ হতে পারে না। খালেদা জিয়া বিএনপির মহাসচিবকে জানিয়ে দিয়েছেন, এই সরকারের সঙ্গে কোনো আপস নয়। কোনো অবস্থাতেই শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাওয়া যাবে না।’

ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম জামাল, সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেনসহ আহ্বায়ক কমিটির নেতারা।