বরিশালে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

Looks like you've blocked notifications!
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত। ছবি : এনটিভি

বরিশালের বাকেরগঞ্জে মোটরসাইকেলচালক ফয়সাল আহমেদ প্রিন্স (২৬) হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও প্রদান করা হয়েছে। আজ সোমবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কেএম রাশেদুজ্জামান রাজা এই রায় প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওবায়েদ উল্লাহ সাজু জানান, ২০১৯ সালের ৫ মার্চ রাত আনুমানিক ১১টার দিকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১০ নং গারুরিয়া ইউনিয়নের খয়রাবাদ গ্রামে টিউবয়েল বসাতে আসা শ্রমিক রাসেল হাওলাদার, শাহীন, বেল্লাল, ইদ্রিস মিলে ওই এলাকার ভাড়ায় চালিত মোটরসাইকেলচালক ফয়সাল আহমেদ প্রিন্সকে (২৬) মাথায় আঘাত করে হত্যা করে। পরে তার মোটর সাইকেল, মোবাইল ফোন ও টাকা নিয়ে যায়। এ ঘটনায় ফয়সাল আহমেদ প্রিন্সের বাবা শহিদুল ইসলাম বাদী হয়ে ২০১৯ সালের ৬ মার্চ বাকেরগঞ্জ থানায় একটি মামলা করেন।

পরে বাকেরগঞ্জ থানা পুলিশ ২০২০ সালের ৩১ জুলাই আসামিদের বিরুদ্ধে চার্জশিট দেন। পরবর্তীতে আদালত ২৮ জন স্বাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ সোমবার এ রায় প্রদান করেন। এ ঘটনায় আরও এক আসামি সৈয়দ মৃধা খলিলকে খালাস দিয়েছেন আদালত। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী ও নিহতের বাবা শহিদুল ইসলাম।