বিএনপিনেতা এ্যানিকে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ

Looks like you've blocked notifications!
বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ফাইল ছবি

বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে নিজ বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে উঠেছে। মঙ্গলবার (১০ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে তার ধানমণ্ডির বাসা থেকে তাকে তুলে নেওয়ার ঘটনা ঘটে। বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের অভিযোগ, পুলিশ এ্যানিকে তুলে নিয়ে গেলেও স্বীকার করছে না।

জহির উদ্দিন স্বপন জানান, বিএনপির প্রচার সম্পাদক, সাবেক সংসদ সদস্য লক্ষ্মীপুর জেলা বিএনপির সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ধানমণ্ডির বাসা রাত ১০টার পর থেকেই ঘিরে রেখেছিল পুলিশ। পরে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। কেন তাকে কোথায় তুলে নিয়ে যাওয়া হলো তা পুলিশের পক্ষ থেকে পরিবার কিংবা দলকে কিছু জানানো হয়নি।

এ বিষয়ে জানতে ধানমণ্ডি থানায় আজ বুধবার সকাল ৮টা ২২ মিনিটে টেলিফোনে যোগাযোগ করা হলে সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুুল ইসলাম কলটি রিসিভ করেন। তিনি বলেন, ‘আমি এখনই থানায় এলাম। এমন কোনো ঘটনা আমার জানা নেই।’ তবে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলামের সঙ্গে একাধিকবার চেষ্টার পরও যোগাযোগ সম্ভব হয়নি।