নরসিংদীতে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের এক সদস্য গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
নরসিংদীতে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্য জুয়েল ভূইয়া পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের হেফাজতে। ছবি : এনটিভি

নরসিংদীর পলাশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের সক্রিয় সদস্য জুয়েল ভূইয়াকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের সদস্যরা। গতকাল মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে পলাশের খানেপুর গ্রামের ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া জুয়েল ভূইয়া শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের কাজিচর গ্রামের বাসিন্দা। তিনি ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পে শ্রমিকের কাজের পাশাপাশি গোপনে হিজবুত তাহরীরের সদস্য হয়ে কাজ করতেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকতিয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে এন্টি টেরোরিজম ইউনিটের একটি টিম অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও হিজবুত তাহরীরের বেশ কিছু লিফলেট জব্দ করা হয়। এ বিষয়ে থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।