নওগাঁয় ডাকাতির অভিযোগে ১৪ জন গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
নওগাঁর আত্রাইয়ে অস্ত্রসহ গ্রেপ্তার যুবকরা। ছবি : এনটিভি

নওগাঁর আত্রাই উপজেলায় অস্ত্রসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বাহিনীটির দাবি, তারা আন্তজেলা ডাকাত দলের সদস্য। এ সময় তাদের কাছ থেকে ৩৬৫ কেজি মাছ, জাল, পিকআপ ভ্যান ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়।

বুধবার (১১ অক্টোবর) দুপুরে নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার। এদিন ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পাঁচুপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—বগুড়া জেলার শিবগঞ্জ থানার কিচক হিন্দুপাড়া এলাকার রাম কৃষ্ণ দাস (৩৫), মহব্বতপুর এলাকার নয়ন চন্দ্র দাস (৩৫), মুকুল মিয়া (৩৫), মোজাহার সরদার, জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার জিয়াপুর এলাকার রিমন চন্দ্র (২১), বিফল চন্দ্র দাস (২৪), কাজল চন্দ্র দাস (২১) ও প্রনব চন্দ্র দাস (২২), উজ্বল চন্দ্র দাস (২৮), নিরেন চন্দ্র দাস (৩৬), মিলন চন্দ্র হাওলাদার (৩৪), পাঁচবিবি উপজেলার কুসুমবাগ এলাকার মাসুদ রানা (২৭), ধুরইল এলাকার আমজাদ হোসেনসহ (৪৮) আরও একজন।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা নওগাঁ, বগুড়া ও জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন পুকুরে মাছ ডাকাতি করতেন। এরপর এসব মাছ বগুড়া জেলার মহাস্থানগড় বাজারে, দিনাজপুর জেলার বিরামপুর ও হিলি বাজারে এবং জয়পুরহাট জেলার আক্কেলপুর বাজারে বিক্রি করে আসছিল।’

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে কয়েকদিন ধরে র‌্যাব ডাকাত চক্রের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। বুধবার ভোরে আত্রাই উপজেলার সাহেবগঞ্জ সরদারপাড়া এলাকার আবুল কালাম আজাদের পুকুরে মাছ ডাকাতির সময় তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৬৫ কেজি মাছ, জাল, পিকআপ ভ্যান ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়।’

লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী আত্রাই থানায় মামলার ব্যবস্থা নেওয়া হয়েছে।’

সংবাদ সম্মেলনে র‌্যাব-৫ জয়পুরহাটের ভারপ্রাপ্ত কমান্ডার রফিকুল ইসলামসহ বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।