সুনামগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে স্কুলছাত্রীসহ নিহত ২

Looks like you've blocked notifications!
সুনামগঞ্জে আজ বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি : এনটিভি

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পাথারিয়া এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুল ছাত্রীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ৮ টার দিকে উপজেলার পাথারিয়া ইউনিয়নের পাথারিয়া বাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন—দিরাই উপজেলার শরিফপুর গ্রামের সবুজ মিয়ার মেয়ে পাথারিয়া সুরমা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাওসিয়া বেগম (১৩) ও শান্তিগঞ্জ উপজেলার পাগলা হোসেনপুর গ্রামের ইমরান হোসেন (২০)। হতাহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী।

স্থানীয়রা জানান, সকালে শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজার এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা দিরাইগামী যাত্রীবাহী বাস ও সুনামগঞ্জমুখী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি বাসের ভেতরে ঢুকে গেলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী জানান, বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক স্কুল ছাত্রীসহ দুজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।