নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য সহনীয় রাখতে বিশেষ সভা

Looks like you've blocked notifications!
দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য সহনীয় রাখতে বিশেষ সভা। ছবি : এনটিভি

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়। 

সভার শুরুতে  সূচনা বক্তব্য দেন জেলা প্রশাসক শাকিল আহমেদ। 

বিশেষ সভায় দেশের বর্তমান বাজার পরিস্থিতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির কারণ, বাজারমূল্য স্থিতিশীল রাখতে সরকার কর্তৃক গৃহীত ব্যবস্থা, পণ্যমূল্য স্থিতিশীল রাখতে করণীয়, বাজারমূল্য স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের গৃহীত ব্যবস্থা এবং বর্তমান বাজার পরিস্থিতিসহ মোট ছয়টি বিষয়ে আলোচনা হয়। 

সভায় সম্মানিত অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মমিনুল করিম, জেলা স্থানীয় সরকারের উপপরিচালক মো. মোখলেছুর রহমান প্রমুখ।  

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নুর-এ-আলমের উপস্থাপনায় মুক্ত আলোচনায় অংশ নেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম, জেলা চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, সহসভাপতি জর্জিস আনাম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল প্রমুখ। 

সভায় আলোচনায় অংশ নেন জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ১৩ উপজেলার নির্বাহী কর্মকর্তা, ১৩টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার, গণেশতলা, বাহাদুর বাজার দোকান মালিক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতা, বিভিন্ন বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা।