ট্রাকচালকের মরদেহ ফেরত না দেওয়ায় আমদানি-রপ্তানি বন্ধ

Looks like you've blocked notifications!
বেনাপোল স্থল বন্দর। ছবি : এনটিভি

বাংলাদেশি ট্রাকচালকের মরদেহ ফেরতে বিএসএফ বাধা দেওয়ার ঘটনায় অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ করে দিয়েছে বেনাপোল ট্রাক-লরি মোটর শ্রমিক ইউনিয়ন। আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রেখেছে তারা। 

ট্রাক-লরি মোটর শ্রমিক ইউনিয়নের দাবি, ট্রাকচালকের মরদেহ ফেরত না দেওয়া পর্যন্ত দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

বেনাপোল ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহিন হোসেন জানান, গতকাল বুধবার সকালে ফরিদপুরের গোল্ডেন জুট ইন্ডাস্ট্রিজ থেকে একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট-১৮-৩০৫৩) ২৩৫ বেল পাটজাতীয় পণ্য নিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে যান চালক নাজমুস শাহাদাত বাবুল। তাঁর ট্রাকে থাকা মালামাল খালাস না হওয়ায় তিনি পেট্রাপোল বন্দরে রাতে অবস্থান করছিলেন। হঠাৎ রাতে হৃদক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। মরদেহটি ফেরত চেয়ে পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষকে অনেকবার অনুরোধ করা হলেও ফেরত দেওয়া হচ্ছে না। তাই অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ করে দিয়েছেন তাঁরা।

ভারতের পেট্রাপোল বন্দর সূত্র জানায়, গতকাল বাংলাদেশি ট্রাকচালক বাবুল পাটজাতীয় পণ্য নিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে যান। তাঁর ট্রাকে থাকা মালামাল খালাস না হওয়ায় তিনি পেট্রাপোল বন্দরে রাতে অবস্থান করছিলেন। হঠাৎ হৃদক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্ত এবং আইনি প্রক্রিয়া সম্পন্নর পর মরদেহ হস্তান্তর করা হবে।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল করিম বাংলাদেশি ট্রাক চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যথাযথ ময়নাতদন্ত সম্পন্ন এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ভারতের বন্দর কর্তৃপক্ষ আমাদের কাছে হস্তান্তর করবে।