বরিশালে ৯ দাবিতে শ্রমিক সমাবেশ

Looks like you've blocked notifications!
বরিশাল জেলা ও মহানগর শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ নগরীর অশ্বিনী কুমার হলের সামনে আজ শনিবার সকালে শ্রমিক সমাবেশের আয়োজন করে। ছবি : এনটিভি

ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ, সকল শ্রমজীবী মানুষকে রেশন প্রদানসহ নয় দফা দাবিতে বরিশালে শ্রমিক সমাবেশ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ।

আজ শনিবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই শ্রমিক সমাবেশের আয়োজন করে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ বরিশাল জেলা ও মহানগর।

বরিশাল মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়েজ আহমেদের সভাপতিত্বে শ্রমিক সমাবেশে বক্তব্য দেন শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট একে আজাদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা. মণীষা চক্রবর্তীসহ বিভিন্ন শ্রমিক কর্মচারী সংগঠনের নেতারা। বক্তারা গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, শ্রমিকদের নিয়োগপত্র, সার্ভিস বই প্রদান, নারী শ্রমিকদের হয়রানি বন্ধের দাবি জানান।