সিদ্ধিরগঞ্জে গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণ, পাঁচ শ্রমিক দগ্ধ

Looks like you've blocked notifications!
শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিট অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শারমিন স্টিল মিলের গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (১৩ অক্টোবর) দিনগত রাত পৌনে ৪টার দিকে এই দুর্ঘটনায় পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিট অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) মো. বাচ্চু মিয়া তথ্য নিশ্চিত করেন।

দগ্ধরা হলেন—জাকারিয়া (২২), মোজাম্মেল (৩০), ইকবাল (২৬), সাইফুল (৩০) ও শরিফুল (২৫)।

আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে আসাদের বরাত দিয়ে বাচ্চু মিয়া জানান, ওই পাঁচ শ্রমিক কারখানাটির একটি রুমে ঘুমিয়ে ছিলেন। রাত পৌনে ৪টা দিকে সেই রুমের পাশে গ্যাসলাইনের পাইপে একটি বিকট বিস্ফোরণ হয়। এতে ওই পাঁচজনের শরীরে আগুন ধরে যায়। তাদের চিৎকার শুনে শরীরের আগুন নিভিয়ে হাসপাতালে নিয়ে আসা হয়।

বাচ্চু মিয়া আরও জানান, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেকের অবস্থা গুরুতর।