নিজ গ্রামে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও পরিদর্শন সেনাপ্রধানের

Looks like you've blocked notifications!
নড়াইলে লোহাগড়ায় বাবার নামে ‘অধ্যাপক শেখ মো. রোকন উদ্দীন আহমেদ মা ও শিশুকল্যাণ কেন্দ্র’ উদ্বোধন করছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ছবি : এনটিভি

নড়াইলে লোহাগড়ায় গ্রামের বাড়িতে বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন ও উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আজ রোববার (১৫ অক্টোবর) দুপুরে এসব উন্নয়নকাজ পরিদর্শন ও উদ্বোধন করেন তিনি।

সেনাপ্রধান উপজেলার মল্লিকপুর ইউনিয়নে করফা গ্রামে বাবার নামে প্রতিষ্ঠিত ১০ শয্যাবিশিষ্ট ‘অধ্যাপক শেখ মো. রোকন উদ্দীন আহমেদ মা ও শিশুকল্যাণ কেন্দ্র’ উদ্বোধন করেন।

এ ছাড়া লোহাগড়াস্থ মধুমতি আর্মি ক্যাম্প ও গ্রামের বাড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন এবং শিশু-কিশোরদের মধ্যে শুভেচ্ছা উপহার বিতরণ করেন।

এদিকে, নড়াইল সদরের মালিবাগ মোড় থেকে সীতারামপুর এলাকা পর্যন্ত ৪ লেন সড়কের নির্মাণকাজের অগ্রগতিও পরিদর্শন করেন সেনাপ্রধান। 

এসব কার্যক্রম উদ্বোধনের সময় সেনাপ্রধানের স্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।