‘নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত জীবন গড়ি’

Looks like you've blocked notifications!
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের হলরুমে মাদকবিরোধী শপথ নেন ছাত্রছাত্রীরা। ছবি : এনটিভি

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের হলরুমে ‘নেশা ছেড়ে কলম ধরি মাদকমুক্ত জীবন গড়ি, জীবনকে ভালোবাসুন মাদক থেকে দূরে থাকুন’ স্লোগানে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকবিরোধী এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলাম।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. কামরুজ্জামান, ভিক্টোরিয়া কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর খান সাহাবুদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক মো. মাসুদুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আব্দুস সালাম। তাঁকে সহযোগিতা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপ্নিল সিকদার নীল, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু।

আলোচনা সভায় বক্তারা বলেন, সামাজিক ব্যাধি মাদক যাতে নড়াইলের শিক্ষাঙ্গনে বা সমাজে বিস্তার না করতে পারে সেজন্য সবাইকে সামাজিক আন্দোলনের মাধ্যমে তা নিয়ন্ত্রণ করতে হবে।

আলোচনা সভায় ছাত্রছাত্রীদের মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম।

আলোচনা সভা শেষে ছাত্রছাত্রীদের মধ্যে মাদকবিরোধী লিফলেট ও খাতা বিতরণ করা হয়।