নিষেধাজ্ঞা অমান্য করায় চাঁদপুরে ৩৫ জেলে আটক

Looks like you've blocked notifications!
চাঁদপুরে আটক জেলেরা। ছবি : এনটিভি

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে মা ইলিশ ধরায় ৩৫ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। সোমবার (১৬ অক্টোবর) দিনভর পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক জেলেরা হলেন—আজাদ (১৮), সালাম বেপারী (২২), আব্বাস আলী (২২) ইসমাইল (১৯), মনির (২৭), মোহাম্মদ সরকার (১৯), সোহেল দেওয়ান (১৮), মোবারক (২২), হযরত আলী (১৯), খলিল বেপারী (২৭), আফজাল হোসেন (২৪), শাকিল মিজি (২১), খোরশেদ (২২), আলমগীর খান (২৮), আলামিন (২৯), শুকুর আলী (৩০), শাহ আলম (২৫), লিটন ঢালী (২৪), মানিক (১৮), আবুল কালাম (২৫) ও নূর উদ্দিন হাওলাদার (২৫)।

আটকদের মধ্যে অপ্রাপ্তবয়স্করা হলো—হৃদয় (১৬), ওমর ফারুক (৯), সুজন (১৫), শাহাজালাল মিয়া (১০), নাজমুল (১৪), রায়হান (১৪), হাবিবুল্লাহ (৭), আমির (৬), ইয়াসিন (৮), শাহাদাত (১১), ফজলুল হক (১৪), অলি উল্লাহ (১৫) ও নাঈম (১৩)।

এ বিষয়ে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ‘ইলিশ ধরা অবস্থায় হাতেনাতে এসব জেলেদের আটক করা হয়। একই সময় জব্দ করা হয় সাতটি মাছ ধরার নৌকা। আটক জেলেদের মধ্যে অপ্রাপ্তবয়স্ক জেলেও রয়েছে। আটক জেলেদের তথ্য যাচাই বাছাই শেষে পৃথক মামলা হবে। জব্দ নৌকাগুলো নৌ থানা হেফাজতে রয়েছে।’

মা ইলিশ সংরক্ষণে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করেছে সরকার। আইন অমান্য করে কোনো জেলে মাছ শিকার করলে তিনি মৎস্য আইনে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।