কুষ্টিয়ায় তিন দিনের ফকির লালন স্মরণোৎসব শুরু

Looks like you've blocked notifications!
কুষ্টিয়ার কুমারখালীতে আজ মঙ্গলবার থেকে তিন দিনের ফকির লালন স্মরণোৎসব শুরু হয়েছে। ছবি : এনটিভি

বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৩তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ার আখড়াবাড়ীতে আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) থেকে শুরু হয়েছে  লালন স্মরণোৎসব। তার ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ বাণীকে স্লোগান করে এবার তিন দিনের এই স্মরণোৎসব শুরু হয়েছে। 

আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন অওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। এবারও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় লালন একাডেমি এ লালন স্মরণোৎসবের আয়োজন করেছে। প্রতিদিনই আখড়াবাড়ির মূলমঞ্চে আলোচনা সভার পাশাপাশি একাডেমির শিল্পীরা লালন ফকিরের গানগুলো পরিবেশন করবেন।

প্রতিবারের মতো এবারও ফকির লালন শাহকে স্মরণ ও তার রেখে যাওয়া কাজগুলো থেকে জ্ঞান আহরণ, আত্মার শুদ্ধি ও মুক্তির লক্ষ্যে দেশ-বিদেশের হাজারো লালন, ভক্ত, অনুরাগী ও দর্শনার্থী আখড়াবাড়িতে এসে জড়ো হয়েছেন। অন্যদিকে, আখড়াবাড়ি চত্বরে কালী নদীর তীরে বসেছে লালন মেলা।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা বলেন, ‘লালন উৎসবকে নির্বিঘ্ন করতে সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ারসহ কয়েক স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনকে মাথায় রেখেই এবারের লালন উৎসবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।’

এ বছর সবাই খুব সুন্দরভাবে তিন দিনের এই লালন স্মরণোৎসব উপভোগ করতে পারবেন বলেও আশা প্রকাশ করেন জেলা প্রশাসক।

আজ থেকে শুরু হওয়া লালন স্মরণোৎসব শেষ হবে আগামী বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দিনগত রাতে। ১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক বাউল সম্রাট ফকির লালন শাহ মারা যান। প্রতিবছর এ উপলক্ষে তার স্মরণোৎসব আয়োজন করে আসছেন ভক্ত-অনুসারীরা।