উচ্চ রক্তচাপ-চোখের সমস্যায় রাজধানীর অধিকাংশ গাড়িচালক : বিআরটিএ

Looks like you've blocked notifications!
বিআরটিএর লোগো

রাজধানীর অধিকাংশ গাড়িচালক উচ্চ রক্তচাপ ও চোখের সমস্যায় ভুগছেন। আছে ব্লাড সুগার ও ধুমপানজনিত সমস্যাও। আর এতেই ঘটছে দুর্ঘটনা। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) এসব তথ্য জানিয়েছেন।

নিরাপদ সড়ক দিবস-২০২৩ উপলক্ষে আজ বিআরটিএ ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে এসব তথ্য জানান বিআরটিএ চেয়ারম্যান।

নূর মোহাম্মদ মজুমদার বলেন, ‘২৮৯ জন চালকের চোখ পরীক্ষা করা হয়েছেন। এর মধ্যে ভিশন সমস্যা পাওয়া গেছে ১৬৪ জনের। চোখের অন্যান্য সমস্যা পাওয়া যায় ৫৯ জনের। চোখের কন্ট্রাক্ট সমস্যা পাওয়া যায় আটজনের। এ ছাড়া ২৪৯ চালকদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় রক্তচাপ সমস্যা পাওয়া যায় ৪৭ জনের। ব্লাড সুগার সমস্যা পাওয়া যায় ৬৯ জনের ও ধুমপানজনিত সমস্যা পাওয়া গেছে ১০৯ জনের।’

বিআরটিএ চেয়ারম্যান বলেন, ‘ঢাকাসহ সারা দেশে বিভিন্ন বাস টার্মিনাল ও বিআরটিএর পেশাদার চালকদের প্রশিক্ষণ কেন্দ্রে চালকদের চক্ষু, রক্তচাপ ও র‌্যান্ডম ব্লাড সুগার পরীক্ষার আয়োজন করা হয়। এতে দেখা গেছে, অধিকাংশ চালক উচ্চ রক্তচাপ ও চোখের সমস্যায় ভুগছেন। ফলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটছে।’