ফরিদপুরে নন্দালয়ের বস্ত্র বিতরণ

Looks like you've blocked notifications!
ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করছেন মানবতার সেবায় কাজ করা নন্দালয়ের কর্মবীর বিশ্বজিৎ কুমার সাহা তনু। ছবি : এনটিভি

ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে এক হাজার ৬০০ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করেছে মানবতার সেবায় কাজ করা সংগঠন নন্দালয়। আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে নন্দালয় এই বস্ত্র বিতরণ করে।

নন্দালয়ের কর্মবীর বিশ্বজিৎ কুমার সাহা তনু ও তাঁর ভাই ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিধান কুমার সাহার উদ্যোগে এই বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে বস্ত্র বিতরণ করেন আস্থা আইরিশ মৈত্রী হাসপাতালের চেয়ারম্যান ও নন্দালয়ের কর্মবীর বিশ্বজিৎ কুমার সাহা তনু, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিধান সাহা, অঙ্কিত সাহা প্রমুখ।

এ বিষয়ে বিশ্বজিৎ সাহা তনু বলেন, ‘আমাদের মাটির মা এখন পোশাক পরেছেন। শুধু মাটির মাকে সাজালে তো হবে না, আমাদের মাঝে যে জ্যান্ত মা রয়েছেন—তাঁদেরও পোশাক পরাতে হবে। সেই চিন্তা থেকেই আমি প্রতি বছর পূজার আগে অসহায় গরিব পরিবারের মধ্যে বস্ত্র বিতরণ করি। এ ধারা শুধু পুঁজোর সময় নয়, প্রতিটি ঈদের সময়ও একইভাবে পালন করা হয়।’