পাবনায় কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/10/17/pabna-news-pic.jpg)
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাবনা সদর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই বীজ ও সার বিতরণ করা হয়।
সদর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে খরিফ-২ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসলের বীজ ও রাসায়নিক সার এবং রবি মৌসুমের গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারি ফসলের বীজসহ রাসায়নিক সার বিতরণ করা হয়।
বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তারের সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী।
অনুষ্ঠানে অন্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি শহিদুর রহমান শহিদ, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মুন্সী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মুন্নুসহ উপসহকারী কৃষি কর্মকর্তারা।
উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, উপজেলার আট হাজার ২৫০ কৃষকের মধ্যে ৪৩ লাখ ৩৬ হাজার ৫৮০ টাকার বীজ, ১৬ লাখ ২০ হাজার ৭০০ টাকার ডিএপি সার ও ১৪ লাখ ১৩ হাজার ৯০০ টাকার এমওপি সার পর্যায়ক্রমে বিতরণ করা হবে।