আওয়ামী লীগ যেখানে ব্যর্থ, বিএনপি সেখানে সফল হয় : গয়েশ্বর

Looks like you've blocked notifications!
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের হাতে ফুল দিয়ে দলটিতে যোগ দেন ব্যবসায়ী মাহমুদ হোসেন। ছবি : বিএনপি মিডিয়া সেল

আগামী এক মাস নিজ নিজ এলাকায় আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রাজধানীর মালিবাগে একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে তিনি এই আহ্বান জানান। ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও ব্যবসায়ী মাহমুদ হোসেনের বিএনপিতে যোগদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে পিরোজপুর জেলা শাখা বিএনপি। সেখানে গয়েশ্বর বলেন, ‘আওয়ামী লীগ যেখানে ব্যর্থ হয়, সেখানেই বিএনপি সফল হয়।’

গয়েশ্বর বলেন, ‘বিজয় না হওয়া পর্যন্ত কারও ঘরে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা বিষয়টি দ্রুত রাজপথে ফয়সালা করতে চাই। এখন থেকে আগামী একটি মাস আপনারা প্রস্তুত থাকবেন। যখন যে ডাক আসবে, সেই ডাকে সাড়া দেবেন। নিজ নিজ এলাকায় প্রস্তুত থাকবেন, যত কঠিন হোক প্রস্তুত থাকবেন। নিজ নিজ এলাকা নিজেরা মোকাবিলা করবেন। এই দেশটা জনগণের। জনগনের মালিকানা তাদের হাতে ফিরিয়ে দেওয়াই আমাদের লক্ষ্য।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘ইচ্ছা থাকলেও সংবাদপত্র ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের দুর্নীতি দুঃশাসন নিয়ে সংবাদ প্রকাশ করতে পারে না। দেশে গণতন্ত্র ও মানুষের বাকস্বাধীনতা নেই।’

ব্যবসায়ী মাহমুদ হোসেনের বিএনপিতে যোগদান প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, ‘শক্তিশালী দল বলেই বিশিষ্টজনরা এখনও বিএনপিতে যোগদান করছেন। আমার মনে হয়, বিএনপি শক্তিশালী হতো না যদি শেখ হাসিনা এত কথা না বলত। আমাদের ছেলেরা এতো সাহসী হতো না যদি শেখ হাসিনা ঘরে ঘরে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা না দিত। আওয়ামী লীগের চেয়ে বিএনপি রাজনীতিতে বেশি দিন থাকবে। কারণ, আওয়ামী লীগ যেখানে ব্যর্থ হয়, সেখানেই বিএনপি সফল হয়।’