রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না বৃহস্পতিবার

Looks like you've blocked notifications!
গ্যাসের চুলার পুরোনো ছবি এনটিভির

গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ওইসব এলাকায় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অর্থাৎ, সাত ঘণ্টা গ্যাস থাকবে না।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার (১৮ অক্টোবর) এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, আগামীকাল মগবাজার-মৌচাক-মালিবাগ রেলগেট পর্যন্ত এবং রেল লাইনের উত্তর পাশে নয়াটোলা, গাবতলা, গ্রিনওয়ে, পেয়ারাবাগ, মধুবাগ, মগবাজার টিঅ্যান্ডটি কলোনি, জাহাবক্স লেন, মীরবাগ এলাকার সকল শ্রেণির গ্রাহকদের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া উল্লেখিত এলাকাগুলোর আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও জানিয়েছে তিতাস।

গ্রাহকদের সাময়িক এমন অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।