মুক্তিযুদ্ধে পরাজিত হওয়ার প্রতিশোধ নিতেই বঙ্গবন্ধুকে হত্যা: বাণিজ্যমন্ত্রী

Looks like you've blocked notifications!
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আজ বুধবার টিসিবি অডিটোরিয়ামে এক আলোচনা সভায় বক্তব্য দেন। ছবি : বাণিজ্য মন্ত্রণালয়

মুক্তিযুদ্ধে পরাজিত হওয়ার প্রতিশোধ নিতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকলকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পাকিস্তান ও তাদের এ দেশীয় দোসররা মুক্তিযুদ্ধে পরাজিত হওয়ার প্রতিশোধ নিয়েছে বলেও জানান তিনি। রাজধানীর ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) অডিটোরিয়ামে এক আলোচনা সভায় আজ বুধবার (১৮ অক্টোবর) তিনি এ কথা বলেন।

শেখ রাসেল দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভাটির আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয়। 

টিপু মুনশি বলেন, ‘যারা সম্মুখ যুদ্ধে বঙ্গবন্ধুকে পরাজিত করতে পারেনি। যারা দেশের স্বাধীনতা চায়নি, দেশের মানুষের মুক্তি চায়নি, যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে কাজ করেছে তারাই প্রতিশোধ নিতে বঙ্গবন্ধু এবং ছোট্ট শিশু শেখ রাসেলসহ পরিবারের অন্যান্য সদস্যদের নৃশংসভাবে হত্যা করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সেসময় দেশে থাকলে তারাও হত্যাকাণ্ডের শিকার হতেন। শেখ হাসিনা দেশে ফিরে আসলে তাকে বার বার হত্যার চেষ্টা করা হয়েছে এবং সে চেষ্টা এখনও অব্যাহত রয়েছে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘জাতির পিতা পুরো দেশকে সংঘঠিত করে বাঙালিকে শাসন-শোষণ ও দাসত্বের বেড়াজাল থেকে মুক্ত করে স্বাধীনতা এনে দিয়েছেন। দেশকে দারিদ্র্য ও ক্ষুধামুক্ত, উন্নত-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে নিজেকে সপে দিয়েছিলেন। কিন্তু, তিনি তাঁর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর আগেই ঘাতকদের হাতে জীবন দিতে হয়। থমকে যায় দেশের উন্নয়নের মহাযজ্ঞ।’

বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মো. ফয়জুল ইসলাম, বাংলাদেশ ফরেন ট্রেড ইন্সটিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জাফর উদ্দীন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বক্তব্য দেন।