পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
সাবেক এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এক কোটি সাত লাখ ৪১ হাজার ৭২১ টাকার অবৈধ সম্পদ উপার্জন করার অভিযোগে ওই ব্যক্তির বিরুদ্ধে আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) দুদকের চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক মো. এমরান হোসেন বাদী হয়ে মামলাটি করেন।
অভিযুক্ত ব্যক্তির নাম মো. শাহ আলম। তিনি চট্টগ্রাম জেলা পুলিশের ইনটেলিজেন্স পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। কুমিল্লার মুরাদনগর থানার নহল গ্রামে জন্ম হলেও বর্তমানে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ২৬ নম্বর রোডের ক্রাউন ভ্যালি এলাকায় থাকেন তিনি।
দুদকের চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক মো. নাজমুচ্ছায়াদাত গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘অনুসন্ধানে সাবেক পুলিশ কর্মকর্তা শাহ আলমের বিরুদ্ধে অবৈধ সম্পদ উপার্জনের তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে দুদক আইনের ২৭ (১) ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলায় একজনকে আসামি করা হয়েছে। তদন্তের সময় কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাকেও আসামি হিসেবে যুক্ত করা হবে।’