ধর্ম একটাই–মানবসেবা : সেলিম ওসমান

Looks like you've blocked notifications!
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান আজ বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে দুর্গাপূজা উৎসব ও মতবিনিময় সভায় বক্তব্য দেন। ছবি : এনটিভি

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান বলেছেন, ‘শান্তি ছাড়া কোনো ধর্ম নেই, অভিযোগ বলে কোনো জিনিস নেই। ধর্ম হচ্ছে মানুষের অন্তরে। ধর্ম একটাই–মানবসেবা করা। মানবসেবাই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম, এর ওপরে কোনো ধর্ম নেই।’

আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের আয়োজনে দুর্গাপূজা উৎসব ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সেলিম ওসমান এসব কথা বলেন। এ সময় দুর্গাপূজা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তার নিজ তহবিল থেকে পূজা কমিটির নেতাদের কাছে ১০ লাখ টাকা অনুদান দেন। 

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মুক্তিযুদ্ধ ও সাংবাদিক সংকর কুমার দে’র সভাপতিত্বে বক্তব্য দেন এফবিসিসিআইয়ের পরিচালক বাবু প্রবীর কুমার সাহা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা প্রমুখ।

সেলিম ওসমান আরও বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, যদি ওনাকে আমাদের হারাতে হয় তাহলে আমাদের কপালে কী যে দুর্ভোগ আছে। এমন কোনো নেতানেত্রী নেই যে আগামী পাঁচ বছর এই চলমান উন্নয়ন ধরে রাখতে পারবে। চলমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে প্রত্যেকটি ধর্মের মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া এবং আগামী নির্বাচনে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।’

সেলিম ওসমান আরও বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রীর জন্য নারায়ণগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে। তার জন্যে চেম্বার অব কমার্সের ভবন, বিকেএমইএর ভবন, আধুনিক একের পর এক স্কুল, নারায়ণগঞ্জ কলেজকে উন্নত মানের কলেজে উন্নতিকরণ, নবীগঞ্জ কলেজকে সরকারিকরণ, বিভিন্ন মাদ্রাসা নির্মাণ ও মন্দিরের সহযোগিতা করা হয়েছে।