ট্রাকসহ বিপুল নিষিদ্ধ পলিথিন জব্দ, চালক ও সহকারীকে জরিমানা

Looks like you've blocked notifications!
ঝালকাঠির নলছিটিতে ট্রাকসহ অবৈধ পলিথিন জব্দ করে চালক ও তাঁর সহকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ছবি : এনটিভি

ঝালকাঠির নলছিটিতে ছয় টন অবৈধ পলিথিনসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রাকচালক ও তাঁর সহকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি এলাকার একটি ইটভাটা থেকে অবৈধ পলিথিনসহ ট্রাকটি জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ট্রাকচালক ও তাঁর সহকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ঢাকা থেকে একটি ট্রাকে করে বরিশালের বিভিন্ন স্থানে সরবরাহ করার জন্য ছয় টন অবৈধ পলিথিন নিয়ে আসা হয়েছে। পলিথিন বোঝাই ট্রাকটি দপদপিয়ার তিমিরকাঠি এলাকায় একটি ইটভাটায় অবস্থান নিয়েছে। এমন খবর পেয়ে নলছিটি থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সেকান থেকে পলিথিনসহ ট্রাকটি জব্দ করা হয়। পরে ট্রাকের চালক উজ্জ্বল হোসেন ও চালকের সহকারী শাওনকে আটক করা হয়। 

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত ট্রাকের চালক ও তাঁর সহকারীকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ডাদেশ দেন। অবৈধ পলিথিনগুলো বরিশাল পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

নলছিটি থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান জনান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম এই আদেশ দিয়েছেন।