মহাসমাবেশ সফল হলে সরকারের অস্তিত্ব থাকবে না : শামসুজ্জামান দুদু

Looks like you've blocked notifications!
ঝিনাইদহে আজ শনিবার ঢাকার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে জেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভায় বক্তব্য দিচ্ছেন শামসুজ্জামান দুদু। ছবি : এনটিভি

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ২৮ তারিখের মহাসমা‌বেশ সফল হলে সরকারের অস্তিত্ব থাকবে না। এই সমা‌বেশ সফল কর‌তে পার‌লে বেগম জিয়ার মু‌ক্তি, তা‌রেক রহমা‌নের দে‌শে ফি‌রে আসা, গণতন্ত্র প্রতিষ্ঠাসহ অ‌নেক কিছুই ফয়সালা হ‌য়ে যাবে।

ঝিনাইদহে আজ শনিবার (২১ অক্টোবর) ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভায় শামসুজ্জামান দুদু এসব কথা বলেন।

দুদু আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন আমরা করছি সেই আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছি। আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদেরকে উপহাস করে বলে, কুরবানি গেল ঈদ গেল বিএনপির আন্দোলন কোথায়। এখন আমাদের হিন্দু ভাইদের যে বড় উৎসব সেই উৎসবের সহযোগিতার জন্য আমাদের আন্দোলন একটু ধীরগতি করা হয়েছে, সেটাও তারা উপহাস করছে। এই উপহাসের জবাব আমাদেরকে দিতে হবে। এই জবাবের মূল লক্ষ্য হচ্ছে ২৮ তারিখের মহাসমাবেশ। এই সমাবেশকে সামনে রেখে আমাদের কাজ করতে হবে।

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ২৮ তারিখের সমাবেশ সফল করতে পারলে অনেক কিছুর ফয়সালা হয়ে যাবে। বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের দেশে ফিরে আসা, গণতন্ত্র মুক্ত হওয়াসহ অনেক কিছুই ফয়সালা হবে। এই সমাবেশ অন্যান্য সমাবেশের মতো নয়। এটার গুরুত্ব অনেক বেশি। এই জন্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমকি দিয়েছে যে শাপলা চত্বরের মতো করা হবে। সরকার এর আগে শাপলা চত্বর নিয়ে কোন স্বীকারোক্তি দেইনি। এইবার স্বীকারোক্তি দিয়েছে যে তারা শাপলা চত্বরে হত্যাকাণ্ড করেছে, রক্ত ঝরিয়েছে। ওবায়দুল কাদের এই যে মারাত্মক একটি কথা বলেছে, তার মানে তারা ২৮ তারিখকে ভয় পাচ্ছে। তারা মনে করছে, বিএনপি ২৮ তারিখ সফল হলে সরকারের অস্তিত্ব থাকবে না।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, গণতন্ত্রের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা অনেক আন্দোলন করেছি, ত্যাগ স্বীকার করেছি, কষ্ট করেছি। এই কর্তৃত্ববাদী সরকারকে পদত্যাগে বাধ্য করতে পারিনি। তাই আমাদের লক্ষ্য একটাই এই সরকারের পদত্যাগে বাধ্য করা, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আর এই জন্যেই ২৮ তারিখ সমাবেশে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের মাধ্যমে সফল করতে হবে।

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এমএ মজিদের সভাপতিত্বে প্রস্তুতি সভায় আরও বক্তব্য দেন আলিমুজ্জামান শিমুল, জয়ন্ত কুমার কুণ্ডু প্রমুখ।