নদীতে নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি দুদিনেও
সিরাজগঞ্জ সদর উপজেলার ইছামতি নদীতে নিখোঁজ হন ১৮ বছর বয়সী যুবক সাগর আলী। তবে, নিখোঁজের দুদিনেও এই যুবকের হদিস মেলেনি। খোঁজ না মিললেও ইতোমধ্যে উদ্ধার অভিযান সমাপ্ত করেছে ফায়ার সার্ভিস। তাদের দাবি, নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার করা সম্ভব হয়নি। তবে, ঘটনাস্থলসহ নদীর বিভিন্ন পয়েন্টে লোক রেখেছে তারা।
নিখোঁজ সাগর সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের ফুলবয়ড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ডিএডি ফরহাস হোসেন জানান, গতকাল শুক্রবার ইছামতি নদীতে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে নিখোঁজ হয় সাগর। বিষয়টি জানার পর রাজশাহীতে ডুবুরি দলকে খবর দেওয়া হয়। আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল থেকে তাকে উদ্ধারে নদীতে অভিযান চালানো হয়। কিন্তু, নদীর তীব্র স্রোতের কারণে বিকেল পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
ফরহাস হোসেন বলেন, ‘পরিবারের আপত্তি না থাকায় উদ্ধার কাজ সমাপ্ত করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে মরদেহ ভেসে ওঠার কথা। আমাদের লোক লাগানো আছে, মরদেহ ভেসে উঠলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’