পাইলটকে ছুরিকাঘাত করে ছিনতাই, গ্রেপ্তার ৩

Looks like you've blocked notifications!
সাভারে এক পাইলটকে ছুরিকাঘাত করে সর্বস্ব ছিনতাইয়ের ঘটনায় জড়িত এই তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : এনটিভি

সাভারে এক পাইলটকে ছুরিকাঘাত করে সর্বস্ব ছিনতাইয়ের ঘটনায় জড়িত তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (২২ অক্টোবর) দুপুরে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা উত্তরের অতিরিক্ত পুলিশ (সুপার ক্রাইম, অপস্ ও ট্রাফিক)  আব্দুল্লাহিল কাফী।

গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীরা হচ্ছেন সুজন (২৮),  আশিক (২৫) ও  রাকিবুল হাসান (১৮)। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ছিনতাই করা মোবাইল ফোনসেট ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত স্টিলের দুটি সুইচ গিয়ার চাকু।

গ্রেপ্তার হওয়া যুবকরা ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, রাজধানীর ফ্লাইং একাডেমি থেকে ফেরার পথে গত ৫ অক্টোবর রাতে সাভারের রাজাশন রোডের মজিদপুরে ছিনতাইকারীদের কবলে পড়েন পাইলট এস কে ফয়সাল অমি। ছিনতাইকারীরা তাঁকে ধারালো চাকু দিয়ে উপর্যুপরি আঘাত করে মোবাইল ফোনসহ সর্বস্ব ছিনিয়ে নেয়।