অর্থ আত্মসাৎ মামলায় ডাচ বাংলা ব্যাংক কর্মকর্তা কারাগারে
গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগের মামলায় ডাচ বাংলা ব্যাংকের এক কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ এইচ এম কামরুজ্জামান নামে ওই কর্মকর্তা খুলনার রিজিওনাল হেড।
আড়ংঘাটা এজেন্ট ব্যাংকিং ব্রাঞ্চের টাকা আত্মাসাতের অভিযোগে আজ রোববার (২২ অক্টোবর) দুপুরে তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে খুলনার মুখ্য মহানগর হামিম-৩ আদালত তা না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মল্লিক আল হেলাল জানান, প্রতারিত হওয়া গ্রাহক রাজা ফকির দায়ের করা এই মামলায় ব্যাংকটির তিন কর্মকর্তা ও এজেন্টকে আসামি করা হয়েছে। আদালত মামলা গ্রহণের পর আসামিদের বিরুদ্ধে সমন জারি করে ছিল। কিন্তু, নিদিষ্ট দিনে রিজিওনাল হেড হাজির হননি। এর প্রেক্ষিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
উল্লেখ্য, আড়ংঘাটা ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট গ্রাহকের কয়েক কোটি টাকা নিয়ে উধাও হয়ে যান। এ সময় ব্যাংক কর্তৃপক্ষ যান্ত্রিক কারণে সাময়িক বন্ধ থাকার নোটিশ ঝুলিয়ে দেয়। কিন্তু, দীর্ঘদিন আমানতের টাকা ফেরত না পাওয়াই গ্রাহকদের পক্ষে রাজা ফকির মামলা করেন।
গ্রাহকদের দাবি, প্রায় চার কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছে এজেন্ট । কিন্তু, ব্যাংক অডিট করে এক কোটি টাকার কথা স্বীকার করলেও টাকা ফেরত দেওয়ার কোনো পদক্ষেপ নেয়নি।