‘নিরাপদ সড়ক দিবসে’ সড়কে গেল চিকিৎসকের প্রাণ

Looks like you've blocked notifications!
সড়ক দুর্ঘটনায় নিহত গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. তপন মণ্ডল। ছবি : পরিবার থেকে পাওয়া

নিরাপদ সড়ক দিবসে সড়কেই প্রাণ হারালেন চিকিৎসক তপন কুমার মণ্ডল। তিনি গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক। গতকাল রোববার (২২ অক্টোবর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আজ সোমবার (২৩ অক্টোবর) সকালে ফরিদপুরের ভাংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ও গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত ডা. তপন কুমার মণ্ডল বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার পরানপুর গ্রামের গৌর দাস মণ্ডলের ছেলে।

নিহত চিকিৎসকের স্ত্রী ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. শর্মিষ্ঠা ঘোষাল জানান, তারা বর্তমানে ঢাকার মিরপুরে থাকেন। গতকাল রোববার দুপুরে গোপালগঞ্জ থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকায় ফিরছিলেন তাঁর স্বামী ডা. তপন কুমার মণ্ডল। গাড়িটি তিনি নিজেই চালাচ্ছিলেন। পথে  ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার গেড়াখোলায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। মারাত্মক আহত হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে সন্ধ্যায় তাঁকে অ্যাম্বুলেন্সে জরুরিভাবে অক্সিজেন দিয়ে নেওয়ার পথে পদ্মা সেতুর উপর গেলে  অক্সিজেনের গ্যাস শেষ হয়ে যায়। এ অবস্থায় পরে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে  রাত ৯টায় তাঁর মৃত্যু হয়।

গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. জাকির হোসেন জানান, ডা. তপন কুমার মণ্ডলের দুর্ঘটনার কথা জানতে পেরে তাঁরা কাশিয়ানীতে ছুটে যান। প্রথমে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। তাঁর মৃত্যুতে তাঁরা শোকাহত।

অধ্যক্ষ ডা. মো. জাকির হোসেন বলেন, ‘ডা. তপন মণ্ডলের মৃত্যুতে আমরা শোকাহত। তাই সবাই কালো ব্যাজ ধারণ করেছি। শোকাহত পরিবারকে শোক বার্তা জানিয়েছি।’

আজ ভোরে ডা. তপন মণ্ডলের মরদেহ গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে আনা হয়।  এরপর তাঁর মরদেহ গ্রামের বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলার পরানপুর গ্রামে নেওয়া হয়। সকাল ১০টায় সেখানে ধর্মীয় মতে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

ফরিদপুরের ভাংগা হাইওয়ে থানার ওসি খায়রুল আনাম বলেন, ‘রোববার দুপুর দেড়টার দিকে ডা. তপন মণ্ডল গোপালগঞ্জ থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। এ সময় কাশিয়ানীর গেরাখোলা এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। আমরা জানতে পেরেছি আহত ওই চিকিৎসক রাতে মারা গেছেন।’