কৃষি মার্কেটের জন্য ডিএনসিসির বরাদ্দ চার কোটি টাকা

Looks like you've blocked notifications!
ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম আজ সোমবার পুড়ে যাওয়া কৃষি মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেন। ছবি : ডিএনসিসি

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছিল মোহম্মদপুরের নতুন কাঁচা বাজার। কৃষি মার্কেট নামে পরিচিত পুড়ে যাওয়া জনপ্রিয় মার্কেটটি দ্রুত সময়ের মধ্যে নতুন করে নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। একইসঙ্গে মার্কেটটি তৈরিতে তিন কোটি টাকা অনুদান দেওয়ার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ এক কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

আজ সোমবার (২৩ অক্টোবর) পুড়ে যাওয়া কৃষি মার্কেট পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র এসব কথা বলেন।

মেয়র আতিক বলেন, ‘কৃষি মার্কেটে যেসব ব্যবসায়ীদের দোকান ছিল, তারা প্রত্যকে নতুন নির্মিত মার্কেটে দোকান পাবেন। যার যে মাপের দোকান ছিল, তিনি সে মাপের দোকানই পাবেন।’

আগামী ৩০ অক্টোবর থেকে পুড়ে যাওয়া কৃষি মার্কেটের কাজ শুরু হবে বলে জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, ‘নতুন করে তৈরি কৃষি মার্কেট হবে কমপ্লাইন্স মার্কেট। যেখানে থাকবে ফায়ার সেফটি। এই মার্কেটে একটি রিজার্ভার করা হবে। যাতে অন্তত ফায়ার সার্ভিসের ২০০ গাড়ির সমপরিমাণ পানি রাখা যাবে।’

মেয়র বলেন, ‘ভবিষ্যতে এটি হবে একটি আধুনিক মার্কেট। শুধু কৃষি মার্কেট নয়, ঢাকা উত্তর সিটির আওতাধীন সব মার্কেটই হবে অত্যাধুনিক। যেখানে থাকবে ছোটদের খেলার জায়গা, মসজিদ, সিনেপ্লেক্সসহ সব সুবিধা। এসব আপনাদের সবার সম্পত্তি। একে রক্ষা করার দায়িত্বও আপনাদের সবার।’

এদিকে, মতবিনিময় সভায় মেয়রের বক্তব্যের সময় ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান তাকে ফোন দেন। এ সময় ক্ষতিগ্রস্ত কৃষি মার্কেট ও এর ব্যবসায়ীদের জন্য তার মন্ত্রণালয়ের তরফ থেকে নতুন করে দুই কোটি টাকা এবং এক হাজার বান্ডিল টিন বরাদ্দের কথা বলেন।