কাপ্তাই হ্রদে নৌচলাচল বন্ধের নির্দেশনা প্রত্যাহার

Looks like you've blocked notifications!
রাঙামাটির কাপ্তাই হ্রদ। ছবি : এনটিভি

ঘূর্ণিঝড় হামুন চলে যাওয়ায় কাপ্তাই হ্রদে নৌ চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন। আজ বুধবার (২৫ অক্টোবর) বিকেলে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়।

গতকাল মঙ্গলবার ঘূর্ণিঝড় হামুনের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে এই নিষেধাজ্ঞা জারি করে বিজ্ঞপ্তি দিয়েছিল জেলা প্রশাসন।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঘর্ণিঝড় হামুনের প্রভাবজনিত কারণে জানমালের নিরাপত্তার স্বার্থে কাপ্তাই হ্রদে সব ধরনের নৌযান চলাচল বন্ধে জারি করা জরুরি বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হলো। বুধবার বিকেল ৫টা থেকে স্বাভাবিকভাবে নৌযান চলাচল করতে পারবে।’

এর আগে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, হামুনের কারণে মঙ্গলবার সকাল থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কাপ্তাই হ্রদে নৌযান চলাচল বন্ধ থাকবে।