যুবদলনেতা মামুনের তিন বছরের জেল
যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি মামুন হাসানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রাজধানীর মিরপুর থানায় দায়েরকৃত একটি মামলায় আজ বুধবার (২৫ অক্টোবর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৭-এর বিচারক সাইফুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে মামুনের আইনজীবী খান মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘মামলাটি রাজনৈতিক। একতরফাভাবে রায় দিয়েছেন বিচারক। আমাদের সাফাই, সাক্ষী ও যুক্তিতর্কের কোনো সুযোগ দেওয়া হয়নি।’
দণ্ডপ্রাপ্ত মামুন জানিয়েছেন, শুধু বিএনপির রাজনীতি করার কারণে রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ৪২৬টি রাজনৈতিক মামলা করা হয়েছে। এর মধ্যে ১৬৯ মামলার বিচারকাজ শেষ পর্যায়ে রয়েছে। সরকার বিএনপিকে রাজপথে মোকাবিলা করতে না পেরে এখন একতরফাভাবে মামলার সাজা দিয়ে আন্দোলন দমানোর চেষ্টা করছে বলে অভিযোড় তার।
মামুনের সাজায় নিন্দা জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এভাবেই হচ্ছে। আমাদের সম্ভাবনাময়, নেতাকর্মীদের উদ্দীপ্ত করতে পারেন এমন নেতাদের সাজা দেওয়া হচ্ছে। আমরা গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তি দাবি করছি। যাদের সাজা দেওয়া হচ্ছে তা প্রত্যাহারের দাবি করছি।