নৌকাডুবিতে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

Looks like you've blocked notifications!
বান্দরবানের থানচিতে ইঞ্জিনচালিত নৌকা ডুবে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে ফায়ার সার্ভিস। ছবি : এনটিভি

বান্দরবানের থানচিতে ইঞ্জিনচালিত নৌকা ডুবে নিখোঁজের একদিন পর তিনজনের মধ্যে এক নারীর মরদেহ উদ্ধার হয়েছে। নিহত নারীর নাম লংরে খুমি (২১)। তবে অপর দুই যাত্রীর খোঁজ এখন পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে ১২টার দিকে ঘটনাস্থলের পাশে সাঙ্গু নদীতে ভাসমান মরদেহ পাওয়া গেছে।

প্রশাসন ও স্থানীয়রা জানায়, গতকাল বুধবার সন্ধ্যায় জেলার থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের আদা ম্রোপাড়া এলাকার নয় যাত্রী নিয়ে সাঙ্গু নদীতে ইঞ্জিনচালিত একটি নৌকা স্রোতে পাথরের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এ ঘটনায় তিন যাত্রী নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থলে আশপাশে খোঁজাখুঁজি করে নিখোঁজের একদিন পর আজদুপুরে এক নারীর মরদেহ উদ্ধার করেছে। তাঁর বাড়ি ছোটমদকের অংলে খুমিপাড়া এলাকায়। তবে নিখোঁজ অপর দুজনের খোঁজ এখনও পাওয়া যায়নি। তাঁরা হলেন রেমাক্রি ইউনিয়নের অংলে খুমিপাড়ার বাসিন্দা লংবে খুমী (৪৫), চয়অং খুমীপাড়া বাসিন্দা ছাই খুমি (৩০)। 

রেমাক্রী ইউনিয়নের চেয়ারম্যান মুইশৈ থুই বলেন, রেমাক্রী বাজার থেকে নয় যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা  সাঙ্গু নদীপথে ছোটমদক যাওয়ার পথে পাথরের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে অন্যরা সাঁতরে তীরে উঠলেও তিন যাত্রী পানিতে ভেসে নিখোঁজ হন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে একটু দূরে একজনের মরদেহ উদ্ধার করেছে। অন্যদের খোঁজে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মনসুর জানান, নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। নিখোঁজ একজনের মরদেহ পাওয়া গেছে। অপর দুজনের খোঁজে ঘটনাস্থলসহ আশপাশের এলাকাগুলোতে খোঁজাখুঁজি চলছে।