মুজিবনগরে জামায়াতের পাঁচ নারী কর্মীকে থানা নিয়ে জিজ্ঞাসাবাদ
মেহেরপুরের মুজিবনগরে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতের ইসলামীর পাঁচ নারী সদস্যকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের আসাদুল ময়রার বাড়িতে বৈঠকের সময় তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে—উপজেলার বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস গ্রামের কহিনুর বেগম (৪৫), শারমিনা খাতুন (২২), রওশনারা খাতুন (৪৬), পারভিনা খাতুন (৩৪) ও সখিসোনা (৪০)।
এ সময় তাদের কাছ আল্লহর পথে জিহাদ, মুসলমানদের দৈনন্দিন জীবন, ইসলাম ও জাহিলিয়াতের চিরন্তন দ্বন্দ্ব, আখিরাতের প্রস্তুতি, আল্লাহর নৈকট্য লাভের উপায়, ঈমানের হকিকত, আমিরে জামায়াতের আহ্বান, সফল জীবনের পরিচয়, পর্দার বিধান, আল্লাহর আইন ও সৎ লোকের শাসন, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা. শফিকুর রহমানের বক্তব্য, তাফহীমুল কুরআনসহ ১৮টি বিভিন্ন বই জব্দ করে পুলিশ।
মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল জানান, নাশকতা পরিকল্পনা নিয়ে জামায়াতের নারী কর্মীরা বৈঠক করছিলেন। বৈঠক থেকে তাদের আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নাশকতার মামলায় তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।