বিএনপি-জামায়াতের মহাযাত্রা হবে অন্তিম যাত্রা : সাদ্দাম

Looks like you've blocked notifications!
রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে মহানগর ছাত্রলীগের কর্মী সমাবেশে বক্তব্য দিচ্ছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। ছবি : এনটিভি

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, ‘২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ। ওই দিন শুধু ঢাকা নয়, সারা দেশের রাজপথ থাকবে ছাত্রলীগের দখলে। ওই দিন বিএনপি-জামাতের মহাযাত্রা নয়, অন্তিম যাত্রা হবে, তাদের মহা প্রস্থান ঘটানো হবে।’

আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে মহানগর ছাত্রলীগের কর্মী সমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা বলেন সাদ্দাম হোসেন।

সাদ্দাম হোসেন বলেন, ‘যাদের কাছে ব্যালটের চেয়ে গ্রেনেড গুরুত্বপূর্ণ, যাদের কাছে গণভবনের চেয়ে হাওয়া ভবন গুরুত্বপূর্ণ, যাদের কাছে ভোটের চেয়ে বাংলার মানুষের লাশ গুরুত্বপূর্ণ, যাদের কাছে বাংলাদেশের সংবিধানের চেয়ে বিদেশিদের প্রেসক্রিপশন গুরুত্বপূর্ণ, তাদের কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেওয়া হবে না।’

ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশে সাদ্দাম হোসেন বলেন, ‘ছাত্রলীগ করলে ব্যাংক ব্যালেন্স বাড়বে, দাপট বাড়বে, ক্ষমতা দেখাব, ব্যক্তি স্বার্থ হাসিল হবে বলে যারা মনে করেন, তাদের জন্য ছাত্রলীগের দরজা চিরদিনের মতো বন্ধ। বাংলাদেশ ছাত্রলীগ করতে হলে নৈতিকতা ও সততা থাকতে হবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির হোসেন প্রমুখ

সুজিত রায় নন্দী ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। আমাদের কথায় কথায় হুমকি দেওয়া হচ্ছে। সরকারের পদত্যাগ দাবি করা হচ্ছে। তাদের এসব কথায় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভীত নয়। বিএনপি-জামায়াতের আন্দোলনের নামে যেকোনো নাশকতা মোকাবিলার জন্য নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।’