গজারিয়ায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে পুলিশের তল্লাশি

Looks like you've blocked notifications!
মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশের অভিযানের সময় সংগ্রহ করা সিসিটিভি ফুটেজ। ছবি : এনটিভি

মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা বিএনপির নেতা কর্মীদের বাড়িতে বাড়িতে রাতভর তলাশি চালিয়েছে পুলিশ। এ ঘটনায় এক বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। অন্যদিকে, গজারিয়া থেকে দলের মহাসমাবেশে যোগ দিতে যাওয়ার সময় রাস্তায় পুলিশের তল্লাশিতে আরেক বিএনপি নেতা আটক হয়েছেন বলে উপজেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

আটককৃতরা হলেন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আবু ইউসুফ ইকবাল খোকন ও উপজেলা যুবদলের সদস্য এসএম সোহেল সরকার।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতভর গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় বালুয়াকান্দি গ্রামে নিজ বাড়ি থেকে আটক করা হয় উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আবু ইউসুফ ইকবাল খোকনকে। অন্যদিকে গজারিয়া থেকে মহাসমাবেশে যোগ দেওয়ার উদ্দেশ্যে ঢাকা যাওয়ার পথে ডেমরা এলাকার একটি চেকপোষ্টে পুলিশের হাতে আটক হন উপজেলা যুবদলের সদস্য এসএম সোহেল সরকার।

এদিকে নেতাকর্মীদের বাড়িতে তল্লাশি এবং আটকের ঘটনায় নিন্দা জানিয়েছে উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক। তিনি বলেন, ‘রাতভর বিএনপি নেতাদের বাড়িতে বাড়িতে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে তল্লাশি চালিয়েছে তা নজিরবিহীন। অনেকের বাড়িতে সিসিটিভি ক্যামেরা রয়েছে আপনারা সেই ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছেন।’

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, ‘গজারিয়ার বিএনপির নেতাকর্মীদের ধরতে অভিযান চালানো হয়েছে এমনটা নয়। এটা আমাদের নিয়মিত টহল। যাদের বিরুদ্ধে মামলা আছে, ওয়ারেন্ট আছে শুধু তাদেরকেই ধরা হচ্ছে।  অকারণে কাউকে হয়রানি করা হচ্ছে না।’