শাপলা চত্বরে জামায়াত সমাবেশ করলে ব্যবস্থা : সিটিটিসি প্রধান
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করতে পুলিশের কাছে অনুমতি চেয়েও পায়নি জামায়াতে ইসলামী। কিন্তু, দলটি সমাবেশ করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এই মুহূর্তে তারা এখন শাপলা চত্ত্বরে প্রবেশ করতে না পারলেও আশপাশের এলাকায় দলটির নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। তবে, সমাবেশের চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান ।
আজ শনিবার (২৮ অক্টোবর) সকালে মতিঝিল এলাকা আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে এসে নটরডেম কলেজের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান।
মো. আসাদুজ্জামান বলেন, ‘জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি, তারপরও সমাবেশের চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন রয়েছে পুলিশের পর্যাপ্ত ফোর্স (সদস্য)। সতর্ক অবস্থায় সব জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।’