গৃহবধূ হত্যা মামলায় স্বামী-শ্বশুর গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জের শাহজাদপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলায় গতকাল শুক্রবার স্বামী-শ্বশুরকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ছবি : র‌্যাব-১২

সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলায় স্বামী-শ্বশুরকে গ্রেপ্তার করেছে র্যা্ব-১২-এর সদস্যরা। গতকাল শুক্রবার (২৭ অক্টোবর) র্যা ব-১২ সদস্যরা পাবনা জেলার সাঁথিয়া থানার  সিলন্দা বাজার ও আতাইকুলা থানার মঙ্গলদিয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার দুপুর ১২টায় সিরাজগঞ্জ র্যাহব-১২-এর হেডকোয়ার্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া স্বামী-শ্বশুর হলেন শাহজাদপুর উপজেলার বারুই টেপরি গ্রামের মো. জাহিদুল ইসলাম (২২) ও তাঁর বাবা মো. ইছাহাক প্রামানিক (৪৫)। 

সংবাদ বিজ্ঞপ্তিতে র্যা ব জানায়, আসামি জাহিদুল ইসলাম পরিবারের কথায় তাঁর স্ত্রীকে যৌতুকের টাকার জন্য চাপ সৃষ্টি করেন। তাঁর স্ত্রী যৌতুকের টাকা দিতে না পারায় বিভিন্ন সময় তাঁকে বকাবকি ও মারধর করা হতো। পরে টাকা না পেলে কঠিন শাস্তি এবং মেরে ফেলার হুমকিও দেন তিনি। এমতাবস্থায় গত ২২ অক্টোবর তাদের চাহিদা মোতাবেক যৌতুক না পেয়ে স্বামী -শ্বশুর মিলে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করে। পরবর্তী সময়ে নিহত গৃহবধূর বড় ভাই বাদী হয়ে সিরাজগঞ্জের শাহাজাদপুর থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিলেন। গতকাল তাদের পাবনা থেকে গ্রেপ্তার করা হয়।