হরতালের সমর্থনে সুনামগঞ্জে বিএনপির মিছিল

Looks like you've blocked notifications!
সুনামগঞ্জ জেলা বিএনপি আগামীকাল রোববারের হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে। ছবি : এনটিভি

বিএপি আগামীকাল রোববারের (২৯ অক্টোবর) হারতাল ডেকেছে। এর সমর্থনে বিক্ষোভ মিছিল ও ঢাকায় নেতাকর্মীদের মারধর ও গ্রেপ্তারের প্রতিবাদ সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি। আজ শনিবার সন্ধ্যায় শহরের পুরাতন বাস স্টেশন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে। এটি কামারখাল এলাকায় গিয়ে সমাবেশ করে। 

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপি সহসভাপতি  সেলিম আহমদ ভুট্টু।  এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম, বিএনপিনেতা সিরাজুল ইসলাম পলাশসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।  

বিএনপিনেতা সেলিম আহমদ ভুট্টু জানান, বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ বাধা দিয়েছে,  নেতাকর্মীদের মারধর ও গ্রেপ্তার করেছে। এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান তিনি। আগামীকাল সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত সুনামগঞ্জে কোনো যানবাহন চলবে না। সর্বত্র হরতাল পালন করা হবে বলে জানান তিনি।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রস্তুত রয়েছে।  ইতোমধ্যে বিভিন্ন পয়েন্ট অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার লোকজনও কাজ করছে মাঠে। যেকোনো ধরনের অপতৎপরতা রুখতে এবং জনগণের জানমালের নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেষ্ট রয়েছে।