ঝালকাঠিতে বিএনপিনেতার কার্যালয় ভাঙচুর, আটক ১৮

Looks like you've blocked notifications!
ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনের কার্যালয় ভাঙচুর। ছবি : এনটিভি

ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনের কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে তিন জনসহ জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির ১৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।   

আজ রোববার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে একদল যুবক লাঠিসোটা নিয়ে শহরের মহিলা কলেজ সড়কে অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনের বাসভবনের নিচতলায় তার কার্যালয় ভাঙচুর করা হয়।

অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন অভিযোগ করেন, সকালে তিনি চেম্বারের কাজ শেষে আদালতে যান। কিছুক্ষণ পরেই যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে তার চেম্বার ভাঙচুর করেন। এ সময় চেম্বারের সামনে থাকা দুটি মোটরসাইকেলও ভাঙচুর করেন তারা।

বিএনপি নেতাদের অভিযোগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা ও ভাঙচুর করেছে। খবর পেয়ে পুলিশ এসে চেম্বারের ভেতর থেকে সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসেন, জেলা বিএনপির মিডিয়া সেলকর্মী আরিফ হোসেন ও বিএনপি সমর্থিত আইনজীবী মো. তুষারকে আটক করে।

এ ছাড়া পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে আরও ১৫ জন নেতাকর্মীকে আটক করেছে।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বলেন, ‘ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির বলেন, ‘যুবলীগের নেতাকর্মীরা শান্তি সমাবেশ নিয়ে ব্যস্ত ছিল। কারা ভাঙচুর করেছে, তা জানি না।’