মির্জা ফখরুলকে গ্রেপ্তারের প্রতিবাদে সুপ্রিম কোর্টে মিছিল-সমাবেশ

Looks like you've blocked notifications!
সুপ্রিম কোর্টে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছে বিএনপিপন্থি আইনজীবীরা। ছবি : এনটিভি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিজ বাসা থেকে গ্রেপ্তারের প্রতিবাদে সুপ্রিম কোর্টে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছে বিএনপিপন্থি আইনজীবীরা।

আজ রোববার (২৯ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন মির্জা ফখরুলকে গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করলে বেলা ১২টার দিকে প্রতিবাদ মিছিল শুরু করেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ সময় তারা ‘আজকের হরতাল চলছে চলবে’ বলে স্লোগান দিতে থাকেন।

এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে বিএনপি মহাসচিবকে রাজধানীর মিন্টু রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে আনা হয়। আটকের পর মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম বলেন, সকালে ডিবি পুলিশের লোকজন বাসায় আসে, মির্জা ফখরুল ইসলামসহ বাসার সবার সঙ্গে কথা বলে। এরপর সিসি ক্যামেরার ফুটেজসহ হার্ড ডিস্ক নিয়ে ভবনের নিচে চলে যায়। ঠিক দশ মিনিট পর আবার ফিরে এসে মির্জা ফখরুলকে আটক করে নিয়ে যায় তারা। 

রাহাত আরা বেগম আরও বলেন, মির্জা ফখরুল প্রচণ্ড অসুস্থ, তার চিকিৎসা চলছিল। এভাবে নিয়ে যাবে মেনে নিতে পারছি না, ৭৫ বছর বয়স্ক মানুষ। আশা করবো যদি জিজ্ঞাসাবাদ করতে চায়, তা করে যেন তাকে ছেড়ে দেওয়া হয়। 

এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। বাঁশের মাধ্যমে ব্যারিকেড দিয়ে কার্যালয়ের সামনের অংশকে ক্রাইম সিন ঘোষণা করা হয়েছে। কাউকে ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছে না।