জাতিসংঘের বিবৃতিতে তথ্যের গ্যাপ আছে : পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে চলমান বিক্ষোভ-সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছিল জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর)। সেই বিবৃতিতে তথ্যের গ্যাপ (ত্রুটিপূর্ণ তথ্য) আছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে আজ বুধবার (১ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী এই দাবি করে বলেন, ‘ওই বিবৃতির অনেকগুলো বর্ণনা ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ। আসল ঘটনা থেকে বিবর্জিত।’
ওএইচসিএইচআরের বিবৃতির প্রতিবাদ সরকার দেবে জানিয়ে এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমরা পাল্টা বিবৃতি দিয়ে তাদের বক্তব্য খন্ডন করব। কারণ, আমরা মনে করি ঠিকমত তারা ইনফর্মড না। তাদের তথ্যে গ্যাপ আছে। এই রকম প্রতিষ্ঠানগুলোর যদি তথ্যে গ্যাপ থাকে তা খুবই দুঃখজনক। তো, আমরা সেটি তাদের দৃষ্টি আকর্ষণ করব।’
এদিকে, আজ সন্ধ্যায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের বিবৃতির বিষয়ে পাল্টা বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছে, ‘দুর্ভাগ্যজনকভাবে মনে হচ্ছে, বিএনপির মিথ্যা প্রচারণার ফাঁদে পড়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশনারের কার্যালয়।’
বিবৃতিতে বলা হয়, ‘ওএইচসিএইচআরের বিবৃতি সংশোধন করা উচিত।’ একইসঙ্গে, ওই বিবৃতিতে তথ্য পাওয়ার পদ্ধতি পর্যালোচনা এবং প্রকাশের আগে তা যাচাই-বাছাইয়ের পরামর্শ দেওয়া হয়েছে জাতিসংঘকে।
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গতকাল মঙ্গলবার (৩১ অক্টোবর) ওএইচসিএইচআর কার্যালয়ের ওয়েবসাইটে এ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়। এতে বলা হয়, বাংলাদেশ যখন নির্বাচনের দিকে এগোচ্ছে তখন আমরা সকল রাজনৈতিক নেতাদের উদ্দেশে বলতে চাই যে, এ ধরনের সহিংসতা অগ্রহণযোগ্য। আমরা তাদেরকে সহিংসতায় উসকানি সৃষ্টি করতে পারে এমন বিবৃতি প্রদান বা কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাই।