মেহেরপুর জেলা জামায়াতের আমির গ্রেপ্তার
মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা তাজউদ্দীন খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১ নভেম্বর) বিকেলে মুজিবনগর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল। তবে, কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা নিশ্চিত করেননি তিনি। কিন্তু, তাজউদ্দীন খানের বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে বলে জানিয়েছেন।
তাজউদ্দীন খান মুজিবনগর বল্লভপুর গ্রামের মৃত আবুল হোসেন খানের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, নাশকতার অভিযোগে উপজেলার গৌরিনগর বাজারের প্রধান সড়ক হতে তাজউদ্দীন খানকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তিনি মুজিবনগর থেকে মেহেরপুর যাচ্ছিলেন। পরে, সন্ধ্যায় পুলিশ তাকে মেহেরপুর জেলা কারাগারে পাঠায়।
ওসি মেহেদী রাসেল বলেন, ‘চলমান পরিস্থিতি নিয়ে কোনো নাশকতা যাতে না ঘটে সে লক্ষ্যে মুজিবনগর থানা পুলিশ বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছে। জেলা জামায়াতের আমিরকে নাশকতার অভিযোগে গ্রেপ্তার করা হয়। তার নামে বিভিন্ন সময়ে নাশকতার মামলা রয়েছে।’