নারায়ণগঞ্জে বিএনপির অবরোধে যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/11/02/naaraayynngnyj-chbi.jpg)
অবরোধ কর্মসূচি পালনকালে নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মী গ্রেপ্তার। ছবি : এনটিভি
নারায়ণগঞ্জে তৃতীয় দিনের মতো চলছে বিএনপির অবরোধ কর্মসূচি। অবরোধ কর্মসূচিতে আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়েতে টায়ার জ্বালিয়ে অবস্থান করে বিএনপির নেতাকর্মীরা। একই সমযয়ে কাচঁপুরে মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাংচুর ও ককটেল বিস্ফোরণ করা হয়।
এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ের কুশাবো এলাকায় সড়ক অবরোধ করে যানবাহন ভাংচুর এবং একটি কাভার্ডভ্যান ও একটি ট্রাকে অগ্নিসংযোগ করে পিকেটাররা। এ সময় বিএনপির চারজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় ।
এছাড়া ফতুল্লায় থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মো. চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতা-কর্মীরা।