রাজধানীর মালিবাগ-শাহজাহানপুরে যুবদলের বিক্ষোভ

Looks like you've blocked notifications!
আজ বৃহস্পতিবার রাজধানীর মালিবাগ, শাহজাহানপুর-শহীদবাগ এলাকায় বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের শাহজাহানপুর থানা শাখার নেতাকর্মীরা। ছবি : এনটিভি

যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় অবিলম্বে সরকারের পদত্যাগসহ একদফা দাবিতে বিএনপির টানা ৭২ ঘণ্টার অবরোধের আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) শেষ দিনে রাজধানীর মালিবাগ, শাহজাহানপুর-শহীদবাগ এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের শাহজাহানপুর থানা শাখার নেতাকর্মীরা। মিছিলটি মালিবাগ মোড় থেকে শুরু হয়ে শাজাহানপুর শহীদবাগ মোড়ে এসে পথসভার মাধ্যমে শেষ হয়।

মিছিলের নেতৃত্বে ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম ও সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। এসময় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব, যুবদল দক্ষিণের সদস্য অভি, আজাদ চৌধুরী নাহিদ, মোহাম্মদ আওলাদ হোসেন, মো. মনসুর আলমসহ পল্টন, মতিঝিল থানার নেতাকর্মীরা।

প্রসঙ্গত, দেশে চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে এবং সিন্ডিকেটের ফলে দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত জনগণের জীবন-জীবিকা রক্ষার স্বার্থে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং একদফা দাবি আদায়ের লক্ষ্যে ৩১ অক্টোবর এবং ১-২ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।

একই সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, এবি পার্টিসহ কয়েকটি দল ও জোট অবরোধ কর্মসূচি ঘোষণা ও সমর্থন করেছে।