মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ, কাঁদানে গ্যাস নিক্ষেপ

Looks like you've blocked notifications!
পোশাক শ্রমিকদের বিক্ষোভের সময় মিরপুরে আজ বৃহস্পতিবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। ছবি : এনটিভি

ন্যায্য মজুরি, শ্রমিকদের ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলা, তিন শ্রমিকের মৃত্যু এবং নিহতদের নাম-পরিচয় প্রকাশের দাবিতে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। 

আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে টানা চতুর্থ দিনের মতো আন্দোলনে নামেন পেশাক শ্রমিকরা। তবে, কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে। দুপুরের দিকে মিরপুর পূরবী সিনেমা হলের সামনে থেকে শ্রমিকদের সরিয়ে দেয় পুলিশ। পুলিশের ধাওয়ায় পিছু হটেছেন শ্রমিকরা।

শিশির নামের এক পোশাক শ্রমিকের অভিযোগ, রাস্তায় বিক্ষোভ করার সময় পুলিশ তাদের দিকে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। আর এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে।

নাদিম নামের এক প্রত্যাক্ষদর্শী বলেন, ‘পোশাক শ্রমিকেরা প্রথমে পুলিশের দিকে ইট পাটকেল ছুড়তে থাকে। তখন পুলিশ সামনে এগিয়ে কয়েকটি কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। তারপর শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।’

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘বিক্ষোভকারী শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। তারপর পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ঘটনাস্থলে আমাদের টিম আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।’