নেত্রকোনায় নদী ভাঙনের শিকার কয়েকটি পরিবার
নেত্রকোনা জেলা শহরের নাগড়া এলাকায় মগড়া নদীর হঠাৎ ভাঙনের শিকার হয়েছে বেশ কয়েকটি পরিবার। তাদের আশপাশের প্রায় ২৫টি পরিবারের বসতঘরসহ কয়েকটি দোকান, মন্দির ও সড়ক হুমকিতে রয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম।
জেলা শহরের নাগড়া এলাকার মগড়া নদী তীরবর্তী এলাকায় বহু বছর ধরে বসবাস করে আসছে বহু মানুষ। কিন্তু, হঠাৎ নদী ভাঙনে বিপাকে পড়েছে সেখানে বসবাসরত প্রায় ৩০টি পরিবার।
ভুক্তভোগী পরিবারগুলো জানায়, তাদের বাড়িঘরের একদিকে সড়ক এবং অন্যদিকে নদী। আকস্মিক নদী ভাঙনের কবলে পড়ছে তাদের ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান। এ ছাড়া দুটি মন্দির ও নাগড়া প্রধান সড়কও হুমকিতে রয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম ক্ষতিগ্রস্তদের নিরাপদে থাকার পরামর্শ দেন। একইসঙ্গে তিনি জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
নদী ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভূক্তভোগী পরিবারগুলো।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সারওয়ার জাহান বলেন, ‘নদী ভাঙনের ফলে নাগড়া এলাকায় লোকজনের বাড়িঘর ক্ষয়ক্ষতি হয়েছে বলে শুনেছি। আমাদের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ বিষয়ে জেলা প্রশাসক শাহেদ পারভেজ বলেন, ‘শহরের নাগড়া এলাকায় হঠাৎ করে মগড়া নদী ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ঘরবাড়ি নির্মাণের জন্য আর্থিক সহযোগিতা করা হবে।’