চেনা রূপে ফিরেছে চাঁদপুরের ইলিশ ঘাট

Looks like you've blocked notifications!
চাঁদপুরের বড় স্টেশন মাছঘাটে জেলেদের ব্যস্ততা। ছবি : এনটিভি

দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে মাছ ধরতে নেমেছেন জেলেরা। ইলিশ আহরণ শুরু হওয়ায় আবারও সরগরম হয়ে উঠেছে চাঁদপুর বড় স্টেশন মাছঘাট।

আজ শুক্রবার (৩ নভেম্বর) সকাল থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থান থেকে অর্ধশতাধিক ট্রলার ইলিশ নিয়ে চাঁদপুর মাছঘাটে আসছে। এতে কর্মব্যস্ততা শুরু হয়েছে শ্রমিক ও ব্যবসায়ীদের।

ইলিশ ঘাটে গিয়ে দেখা গেছে, ব্যবসায়ী ও শ্রমিকদের হাঁকডাকে মুখরিত চাঁদপুর বড় স্টেশন মাছঘাট। ইলিশের সরবরাহ শুরু হওয়ায় ২২ দিন পর চিরচেনা রূপে ফিরেছে দেশের অন্যতম এই মৎস্য আড়ৎটি। জেলেদের আহরিত ইলিশ ঝুপড়ি করে আড়তে এনে স্তূপ করছেন শ্রমিকরা। আর সেই ইলিশ বিক্রি হয়ে যাচ্ছে নিমিষেই।

ইলিশ কিনতে আসা সুশান্ত বলেন, প্রথম দিন হিসেবে পর্যাপ্ত ইলিশ ঘাটে এসেছে। দাম আগের মতোই। দাম কমলে আরও ইলিশ কেনার পরিকল্পনা রযেছে।’

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, ‘২২ দিন মাছঘাটে বেচাকেনা নিষিদ্ধ ছিল। আজ প্রথম দিন হিসেবে বিভিন্ন স্থান থেকে ইলিশ আসছে। সারা দিনে এক হাজার মণ ইলিশ সরবরাহ হতে পারে। ইলিশের পাশাপাশি পাঙাস ও অন্যান্য মাছ পাওয়া যাচ্ছে। নদীতে জেলেরা ইলিশ পেলে সরবরাহ বাড়বে। আর তখন দাম কমার সম্ভাবনা রয়েছে।’

মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকায় গত ১২ অক্টোবর থেকে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছিল সরকার। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় অসাধু জেলেদের জেল-জরিমানা এবং বিপুল জাল জব্দ করেছে প্রশাসন।