অটোরিকশাচালকে হত্যার অভিযোগে গ্রেপ্তার ৪

Looks like you've blocked notifications!
টাঙ্গাইলের মানচিত্র

টাঙ্গাইলের সখিপুরে অটোরিকশাচালক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে নিজ কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মোখলেসুর রহমান, খোকন মিয়া, বাহার হোসেন ও শরিফা আক্তার। এর আগে ২৮ সেপ্টেম্বর অটোরিকশাচালক আমিনুল ইসলামকে নৃশংসভাবে হত্যা করে অটোরিকশা ও মোবাইল ফোন নিয়ে যায় তারা।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ২৮ সেপ্টেম্বর সখিপুর উপজেলার কালমেঘা এলাকায় অটোরিকশাচালক আমিনুল ইসলামকে দুর্বৃত্তরা নৃশংসভাবে হত্যা করে কাঠবাগানের ভেতর লাশ ফেলে রেখে যায়। এ সময় তারা তাঁর অটোরিকশা ও মোবাইল ফোন নিয়ে যায়। এ ব্যপারে  পরের দিন সখিপুর থানায় মামলা করা হয়।

পুলিশ সুপার আরও জানান, পরে গোয়েন্দা পুলিশ ও সখিপুর থানা পুলিশের একটি দল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও হত্যাকারীদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালায়। একপর্যায়ে গতকাল বৃহস্পতিবার রাতে বিভিন্ন স্থান থেকে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যমতে অটোরিকশা উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অটোরিকশা ছিনতাই ও হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান পুলিশ সুপার।