পানির ট্যাংক পরিষ্কারে নেমে দুই শ্রমিকের মৃত্যু

Looks like you've blocked notifications!
ফরিদপুর শহরের চরকমলাপুরে নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মৃত্যু। ছবি : এনটিভি

ফরিদপুর শহরের চরকমলাপুরে একটি নির্মাণাধীন ভবনের রিজার্ভ পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষক্রিয়ায় দুই শ্রমিক মারা গেছেন। চরকমলাপুরের সাব্বির খান সড়কে জি এম ফারুক হাওলাদারের নির্মাণাধীন ভবনে আজ শনিবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকেরা হলেন- শহরের শোভারামপুর এলাকার আকরামুজ্জামান বাবু মিয়া (৫৫) ও কানাইপুরের সাইম মুসল্লী (২৮)।  

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণাধীন ওই ভবনের পানির ট্যাংক পরিষ্কারের জন্য সেখানে নামেন শ্রমিক সাইম মুসল্লী। এ সময় বিষক্রিয়ায় জ্ঞান হারান তিনি। সাইম ডাকে সাড়া না দেওয়া ও ওপরে উঠে না আসায় পরবর্তীতে ট্যাংকিতে নামেন আকরামুজ্জামান বাবু। তিনিও কোনো সাড়া না দেওয়ায় সেখানে থাকা শ্রমিক রাসেল চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা এগিয়ে আসে। তারা খবর দিলে ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ট্যাংকি ভেঙে দুজনের লাশ উদ্ধার করে।  

এ বিষয়ে ফরিদপুরে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি দল সেখানে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’